'কৃষি বিপ্লব বাংলাদেশকে রোল মডেলে পরিণত করেছে'

Unknown
0
সেবা ডেস্ক:  কৃষি বিপ্লব পৃথিবীর মাঝে বাংলাদেশকে রোল মডেলে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
 
মঙ্গলবার দুপুরে বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যোগে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ ও ধৈঞ্চা বীজ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
বক্তৃতাকালে খালিদ মাহমুদ বলেন, 'শেখ হাসিনা সরকারই প্রথম চ্যালেঞ্জ নিয়ে কৃষিতে ভর্তুকি দিয়েছেন। আজকে তিনি জয়ী হয়েছেন। এখন আমাদের খাদ্য আমদানি করতে হয়না, রপ্তানি করি বিভিন্ন দেশে। বাংলাদেশের মানুষ এখন আর না খেয়ে থাকেনা, এদেশে আর কোন ভিক্ষুক থাকবেনা।'
 
মঙ্গলবার বোচাগঞ্জ উপজেলার ১৫৫ জন কৃষকের মাঝে ২০ কেজি ইউরিয়া ও ১০ কেজি করে অন্যান্য সার, আগাছা পরিস্কার বাবদ ৮শ' এবং সেচ সহায়তা বাবদ ৪শ' টাকার প্রণোদনা দেয়া হয়।
 
গ্রামে উন্নয়ন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'গ্রামের মানুষ মাটির বসত বাড়ির নির্মাণের পরিবর্তে ইটের বাড়ি নির্মাণ করছে। দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।'
 
শফিক রেহমানকে সাংবাদিক জগতের কুলাঙ্গার আখ্যা দিয়ে বলেন, 'তিনি সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার মূল পরিকল্পনাকারী। তার বাসায় সব দলিল-দস্তাবেজ। এসব ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আসতেই হবে।'
 
এছাড়া উক্ত অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top