মনোনয়ন বাণিজ্যে জড়িতরা কঠোর শাস্তি পাবে: সেতুমন্ত্রী

Unknown
0
সেবা ডেস্ক:  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে বাণিজ্য তদন্তে আওয়ামী লীগ একটি কমিটি করছে। কমিটি কারো বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের প্রমাণ পেলে তাকে সাংগঠনিক কঠোর শাস্তি পেতে হবে। এক্ষেত্রে কারোই রেহাই কিংবা ক্ষমা নেই।  নেত্রী (শেখ হাসিনা) আমাদের এ বিষয়টি নিয়ে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন।’
 
মঙ্গলবার ধানমন্ডিস্থ প্রিয়াকাং কমিউনিটি সেন্টারে আগামী ১০-১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপ-পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেন, ইদানিং মনোনয়ন না পেলে বঞ্চিতদের পক্ষ থেকে বলা হয় রাজাকার পুত্র মনোনয়ন পেয়েছে কিংবা অর্থের বিনিময়ে মনোনয়ন দেয়া হয়েছে। এ সকল কথাবার্তা বাস্তবে যতটা না সত্য তার চেয়ে বেশি অপপ্রচার হচ্ছে। বিষয়টি তদন্ত করতে আমরা একটি কমিটি ঠিক করেছি। সেই কমিটি এ সব বিষয়ে খোঁজখবর নেবে।
 
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে হচ্ছে। প্রথমে এটা স্থানীয় ইউনিয়নের বর্ধিত সভায় ভোটাভুটির মাধ্যমে পাশ হয়। এরপর উপজেলা এবং সর্বশেষ জেলা কমিটির বর্ধিত সভায় মনোনয়ন চূড়ান্ত হয়। এটা দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের উত্কর্ষ উদাহরণ। এরপর ছয় জনের স্বাক্ষরকৃত ফরম কেন্দ্রে পাঠানো হয়। এর ব্যত্যয়ও কিছু ঘটেছে। এখানে কিছু ক্ষেত্রে দেখা যায় কোন ফরমে সভাপতি স্বাক্ষর করেননি। কোন কমিটির সাধারণ সম্পাদক স্বাক্ষর করেননি। কোথায় হয়তো জেলা কিংবা উপজেলা কমিটির স্বাক্ষর নেই।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top