সেবা ডেস্ক: চোখের মণিতে লেন্স, যার মধ্যে রয়েছে একটি ইন-বিল্ট ক্যামেরা। আর এই ক্যামেরা নিয়ন্ত্রণ করছে চোখের পাতা। চোখের পলক ফেললেই ক্লিক, আর ক্লিক করলেই ছবি। এমন অনেক অবাস্তব ব্যাপার দেখা যায় হলিউডের সিনেমায়। তবে মজার ব্যাপার হলো এই অবাস্তব ব্যাপার বাস্তব হতে চলেছে। অদূর ভবিষ্যতে স্মার্টফোনে ছবি তোলার দিন শেষ হয়ে শুরু হবে স্মার্ট কনট্যাক্ট লেন্স দিয়ে ছবি তোলার যুগ। ইতোমধ্যে এমন লেন্স তৈরি করেছে গুগল। এবার তা তৈরি করার পেটেন্ট পেয়েছে স্যামসাংও। এই বিশেষ কনট্যাক্ট লেন্সে থাকে একটি ছোট ডিসপ্লে, একটি ক্যামেরা, একটি অ্যান্টেনা এবং একাধিক সেন্সর। তবে শুধু ছবি তোলা নয়, এই লেন্সগুলির মাধ্যমে শরীরে শর্করার মাত্রা কতটা তা-ও জানা যাবে। এই ব্যাপারে নোভার্টিসের সঙ্গে হাত মিলিয়েছে গুগল। জানা গেছে, চোখের পাতাই নিয়ন্ত্রণ করবে এই স্মার্টলেন্স ক্যামেরা। এমনকি, পলক ফেললেই উঠবে ছবি। এক্ষেত্রে অবশ্য একটু বিপদ আছে। কখন কে কার ছবি তুলছে তা বোঝা যাবে না। এতে ছবি নিয়ে প্রত্যারণার ঘটনা ঘটতে থাকবে হরহামেশা।
তবে নিশ্চয়ই এর প্রতিকার হিসেবে কিছু না কিছু উপায় খুঁজে বের করবেন প্রযুক্তিবিদেরা। সূত্র- ফার্স্টপোস্ট ও দ্যা গার্ডিয়ান।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।