সেবা ডেস্ক: জয়পুরহাট, ১২ এপ্রিল, ২০১৬ (বাসস): জেলায় গত পাঁচ বছরে ১৬ লাখ ৮০ হাজার ১৩২ মেট্রিক টন শুধুমাত্র বোরো চাল উৎপাদন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, নিবির ফসল উৎপাদন কর্মসূচীর আওতায় প্রতি বছর জেলায় বোরো চাষ বৃদ্ধি পাচ্ছে। গত পাঁচ বছরে শুধুমাত্র বোরো চাল উৎপাদনের মধ্যে রয়েছে ২০১০-১১ সালে ৩ লাখ ২১ হাজার ৩৭৮ মেট্রিক টন, ২০১১-১২ সালে ৩ লাখ ৩৪ হাজার ২৫০ মেট্রিক টন, ২০১২-১৩ সালে ৩ লাখ ৩৫ হাজার ৪৩ মেট্রিক টন, ২০১৩-১৪ সালে ৩ লাখ ৪৪ হাজার ৩০৯ মেট্রিক টন এবং ২০১৪-১৫ মৌসুমে ৩ লাখ ৪৫ হাজার ১৫২ মেট্রিক টন চাল।
কৃষি বিভাগ জানায়, জয়পুরহাট জেলায় বর্তমানে খাদ্য চাহিদা প্রতি বছর ১ লাখ ৬৯ হাজার ৮১ মেট্রিক টন।
খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটের খাদ্য চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এসব খাদ্য সরবরাহ করা হয়ে থাকে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ জেড এম ছাব্বির ইবনে জাহান। - সূত্র বাসস
খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটের খাদ্য চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এসব খাদ্য সরবরাহ করা হয়ে থাকে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ জেড এম ছাব্বির ইবনে জাহান। - সূত্র বাসস

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।