সেবা ডেস্ক: ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট, জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই ঘটনায় আক্তার হোসন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৩ এর এএসপি আবদুল করিম জানান, আক্তার হোসেন তার বাসাতে জাল ভিসা ও পাসপোর্ট তৈরি করে লিবিয়া, মিসর, মালয়েশিয়া, বলিভিয়া, পেরু, চিলি, ব্রাজিল ও চীনে শ্রমিক পাঠাত। প্রতারণার শিকার হয়ে বিভিন্ন শ্রমিক দেশে ফেরত এসে অভিযোগ দিলে র্যাব রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। উদ্ধারকৃত জাল ভিসার পাশাপাশি বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কর্মকর্তাদের সিল উদ্ধার করা হয়েছে।

