সেবা ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুর নেতৃত্বে দলীয় কর্মীকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। রবিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ভবনের পিছনে পলাশ চত্ত্বরে এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মারধরের শিকার মোমিনুর রহমান তাজ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমানের অনুসারী। তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মারধরকারী ছাত্রলীগ নেতা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্র জানায়, রবিবার রাতে চারুকলা অনুষদে নববর্ষ উদযাপনের প্রস্তুতির কাজ করছিলেন ছাত্রলীগ কর্মী মুমিনুর রহমান তাজ। এ সময় হঠাৎ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুর নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী সেখানে যায়। তারা তাজের কাছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর কোথায় জানতে চাই। কিন্তু তাজ আতিকুরের খোঁজ জানে না বলে জানায়। এ সময় সভাপতি রাঞ্জুর সঙ্গে থাকা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফারুক অতর্কিতভাবে তাজকে বেধড়ক চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারতে শুরু করে। মারধরের শিকার মুমিনুর রহমান তাজ বলেন, 'রাতে ছাত্রলীগ সভাপতি রাঞ্জু পলাশ চত্বরে আসলে তার সাথে হ্যান্ডশেক করতে গেলে কোনো কারণ ছাড়াই ফারুকসহ ১০-১২ জন আমাকে অতর্কিত মারধর করে।’ তবে মারধরকারী ছাত্রলীগ নেতা ফারুক বলেন, ‘সে (তাজ) উল্টাপাল্টা করছিল, তাই শাসন করেছি।'রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, 'আতিকুর ফেসবুকে ভূয়া আইডি খুলে ছাত্রলীগ নেতাকর্মীদের নামে অপপ্রচার চালাচ্ছে। এই কাজে তাজ আতিককে সহযোগিতা করছে বলে জেনেছি। তাই তাকে (তাজ) মারা হয়েছে।'- ইত্তেফাক


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।