সেবা ডেস্ক: শাহরুখ খানের ‘ফ্যান’ ছবিটির অ্যানথেম ‘জাবরা ফ্যান’ গানটি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গানটি সাতটি ভাষায় গাওয়া হয়েছে।
বাংলাদেশে শাহরুখ খানের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তার এই প্রিয় অভিনেতাকে উত্সর্গ করে ‘জাবরা ফ্যান’ গানের একটি সংস্করণ তৈরি করেছে বাংলাদেশি কিছু ভক্ত। আর এটি নিয়ে বেজায় খুশি শাহরুখ খান।
টুইটারে নিজের অ্যাকাউন্টে এজন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। একই সঙ্গে ভিডিওটির লিঙ্ক শেয়ার করেছেন তিনি।
‘জাবরা ফ্যান’ গানটির হিন্দি সংস্করণের কম্পোজ করেছেন বিশাল দাদলানি এবং শেখর রাভজিয়ানি। গানটিতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ। এছাড়া গানটি বাংলা, মারাঠি, ভোজপুরি, তামিল, পাঞ্জাবি, গুজরাটি সংস্করণেও তৈরি হয়েছে। আগামী ১৫ এপ্রিল মুক্তি পাবে ছবিটি মুক্তি পাবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।