সেবা ডেস্ক: ইংলিশ ক্যারিয়ার কার্যত শেষ হয়ে যাওয়ায় তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন নিজের জন্মস্থান দক্ষিণ আফ্রিকার মাধ্যমে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন। তবে এ জন্য হয়তো বেশ কিছুদিন অপেক্ষা করতে হতে পারে বলেও জানিয়েছেন কেপি।
শনিবার এ সম্পর্কে পিটারসেন বলেছেন, অবশ্যই এটা আমার মাথায় আছে। যদি সম্ভব হয় হবে, নতুবা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মর্যাদাই আলাদা, এটা সবাইকে মানতে হবে। অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন না খেলতে পারায় আমি হতাশ। তবে বলা যায় না, আবারো হয়ত সেটা সম্ভব হতেও পারে।
দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে এখনো প্রায় বছরখানেক সময় বাকি রয়েছে। ওই সময়ের মধ্যে পিটারসেনের বয়স হবে ৩৭ বছর। কিন্তু এই সময়ের মধ্যে ইংল্যান্ডে ডাক পাওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে তিনি জানিয়েছেন।
তার মতে, সম্ভাব্য সবকিছুই চিন্তা করছি, কিন্তু সবকিছুর পরেও জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। এখনো আমি কঠোর অনুশীলন করি, ব্যাটিং করতে ভালোবাসি। এটা হয়তো আমাকে রান সংগ্রহের গ্যারান্টি দেবে না, তবে রান পেতে সুযোগ করে দেবে। আমি খুবই সৌভাগ্যবান যে, দশ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টিরও বেশি টেস্ট ম্যাচ খেলেছি।
২০১৪ সালে অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের পরে দল থেকে বাদ পড়েন পিটারসেন। ওই সিরিজে ইংল্যান্ড ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হয়। ওই সময় দলীয় অধিনায়ক অ্যালিস্টার কুক ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সমালোচনায় করায় পিটারসেন তোপের মুখে পড়েন।
এবারের আইপিএল-এ নতুন দল রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলছেন পিটারসেন। তারকা এই ব্যাটসম্যান সিদ্ধান্ত নিয়েছিলেন আইপিএল-এ না খেলে সারের হয়ে কাউন্টিতে খেলবেন যাতে করে আন্তর্জাতিক ম্যাচের দরজা উন্মুক্ত হয়। কিন্তু ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রস সেই সম্ভাবনাকে উড়িয়ে দিলে পিটারসেন অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগ খেলতে চলে যান। প্রথমবারের মতো আয়োজিত পাকিস্তান সুপার লীগেও তিনি খেলেছেন। গত এক বছরে এ ছাড়াও তিনি র্যাম স্ল্যাম টি২০, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও টি২০ লিগ ব্লাস্টে অংশ নিয়েছেন।
