সেবা ডেস্ক:
আড্ডার মেজাজে তামিম-মাশরাফি, একদিন বাদেই মাঠের খেলায় প্রতিপক্ষ দুজন।
মাঝে মাঝে দুষ্টুমি ব্যাপারটাও অনেক কঠিন বিষয় সামনে নিয়ে আসে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যেন সেটাই মনে করিয়ে দিলেন কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হন সিসিএস অধিনায়ক মাশরাফি ও আবাহনী লিমিটেডের অধিনায়ক তামিম ইকবালকে। তামিম যখন ম্যাচকে কেন্দ্র করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, মাঝখান থেকে মাশরাফি ‘সাংবাদিক’ হিসেনে আবির্ভূত হলেন।
তামিমের উদ্দেশ্যে বললেন, ‘আমার দুইট প্রশ্ন রয়েছে। আপনি কি অধিনায়ক?’
তামিমের উত্তর, ‘হ্যা, আমাকে গতকাল অধিনায়ক ঘোষণা করা হয়েছে।’
সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রশ্ন ছুঁড়ে দেন জাতীয় দলের সীমিত ওভারের ক্রিকেটের সবচেয়ে সফল এই অধিনায়ক, ‘অধিনায়কত্ব কেমন উপভোগ করছেন?’
দুষ্টুমির আমেজে হলেও, প্রশ্নটি বেশ কঠিন ছিলো তা বলার অপেক্ষা রাখে না। আন্তর্জাতিক ক্রিকেটে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেও কখনও সরাসরি অধিনায়কত্ব করা হয়নি।
তামিম তাই একটু বুঝে শুনেই উত্তর দিলেন, ‘আসলে কালকের (শুক্রবার) ম্যাচের পর বুঝতে পারব কতটা উপভোগ করছি। সত্যি বলতে কি, এটাতে এখনো স্থিতি আসেনি। অধিনায়কত্বের বিষয়ে আমাকে অনেক কিছু শিখতে হবে। খুব বেশি অধিনায়কত্ব করিনি। সাম্প্রতিক সময়ে কিছু টুর্নামেন্টে করেছি। এটা অনেকটা ব্যাটিংয়ের মতোই, যত বেশি অনুশীলন করব তত রান পাব। একইভাবে যত বেশি ম্যাচে অধিনায়কত্ব করব, তত উন্নতি হবে।’
পুরো ঘটনাটি বেশ অর্থপূর্ণ ছিলো মাশরাফি এবং তামিমের জন্য। জাতীয় দলের এই দুই ক্রিকেটার ড্রেসিংরুমে ‘বড় ভাই-ছোট ভাই’ হলেও, শুক্রবারের খেলায় তারা স্রেফ প্রতিপক্ষ। জয়টাও চাই দুজনেরই!