সেবা ডেস্ক: নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমরা আশা করছি নববর্ষ সত্যিকারের বাংলাদেশের মানুষের জন্য সুদিন বয়ে আনবে। নতুন বছরে আমরা এ দেশে গণতন্ত্র পাব, দেশের উন্নয়ন হবে, শান্তি আসবে, জনগণের কল্যাণ হবে। গুম, হত্যা, নির্যাতন থেকে মানুষ মুক্ত হবে।
আজ বৃহস্পতিবার নববর্ষ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন খালেদা জিয়া। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ওই অনুষ্ঠানের আয়োজন করে।
খালেদা জিয়া বলেন, এখন দেশে সবচেয়ে বড় প্রয়োজন গণতন্ত্র ফিরিয়ে আনা। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শপথ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গত বছর অনেক দুঃখ-বেদনা ছিল। সামনে নিশ্চয় শুভ দিন আসবে।
জাসাসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।
'নতুন বছরে আমরা এ দেশে গণতন্ত্র পাব, দেশের উন্নয়ন হবে' - See more at: http://www.kalerkantho.com/online/Politics/2016/04/14/347597#sthash.CvSwe2QI.dpuf

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।