সেবা ডেস্ক: পহেলা বৈশাখ উদযাপনে ধর্মীয় কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, ‘আমাদের দেশে তো বহু পার্বণ আছে। আমরা ঈদ করি, সাথে সাথে পহেলা বৈশাখও উদযাপন করি। এখানে ধর্মীয় কোনো বাধা দেওয়ার কিছু নেই।’
গণভবনে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা নববর্ষের শুভেচ্ছা জানাতে এলে তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ উদযাপনের বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা করে বলেন, ‘যারা বৈশাখ উদযাপন করতে নিষেধ করে, তারা কেন করে তা করে আমি জানি না। তারা কোন ধর্ম পালন করে সেটা নিয়েও সন্দেহ আছে। আদৌ তারা কোনো ধর্ম পালন করেন কি না- তা নিয়েও সংশয় রয়েছে।’
তিনি বলেন, ‘এটাকে অনেকেই অনেক রকম মন্তব্য করার চেষ্টা করে। কেউ বলে ফেলেন এটা হিন্দুয়ানি। আমরা মুসলমান হলেও বাংলাদেশের বাস করি। আমরা তো বাঙালি। কারণ বাঙালি হিসেবে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আমরা বাঙালি হলে যে মুসলমান হতে পারবো না এ রকম তো কোনো কথা নেই।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে জাতিগত সাংস্কৃতিক উৎসব পালনে বিরোধিতা করা দুর্ভাগ্যজনক। আমাদের খুব দুর্ভাগ্য যে, একেক দল একেক রকম করে কথা বলতে শুর করে।’
তিনি বলেন, ‘সহনশীলতা নিয়ে আমরা বসবাস করব, যেন আমাদের দেশে শান্তি বজায় থাকে। সবচেয়ে বড় কথা শান্তি। কারণ শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া কখনো উন্নতি হয় না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে শান্তি আছে বলেই প্রবৃদ্ধি বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে এবং এই পহেলা বৈশাখ একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত নববর্ষ উদযাপিত হচ্ছে।’
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।