সেবা ডেস্ক: ভারতের রাজনীতিবিদরা দায়িত্বজ্ঞানহীন, দাবী বলিউড তারকা রিচা চড্ডার। ‘সর্বজিৎ’ ছবির নতুন ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেছেন এই নায়িকা। তার ভাষায়, ‘রাজনীতিবিদরা এখন আর সমাজে শান্তি বজায় রাখতে পারেন না, সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন না। তাই এবার অভিনেতা-অভিনেত্রীদেরই এগিয়ে আসতে হবে। শুধু তারকারাই নন, গোটা চলচ্চিত্র জগতের মানুষকেই এগিয়ে আসতে হবে বলেও জানিয়েছেন রিচা। তার কথায়, ‘আমার মনে হয়, ছবিই একমাত্র মাধ্যম যার দ্বারা সমাজকে উন্নত করা যেতে পারে। কথাটা উপদেশের মতো শোনালেও এই সময়ে এটাই সত্যি।’ওমঙ্গ কুমারের ‘সর্বজিৎ’ ছবিতে রণদীপ হুদার স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছেন রিচা। খবর- ভয়েস অফ ফ্রিডমের।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।