এক অধিনায়ক নীতি গ্রহণ করতে যাচ্ছে শ্রীলঙ্কা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  এসএলসি সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা এক সংবাদ সম্মেলনে জানান, ভবিষ্যতে বিভিন্ন সফর ও সিরিজে টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টিতে দলের অধিনায়কত্ব করবেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও তার ডেপুটি হিসেবে থাকবেন দিনেশ চান্ডিমাল। সুমাথিপালা বলেন, অতীতে আমাদের অধিনায়ক ও সহ-অধিনায়করা জুটিবদ্ধভাবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। জুটিবদ্ধভাবে আমাদের দলের দায়িত্ব পালন করেছেন দুলিপ মেন্ডিজ-রয় ডিয়াজ, অর্জুনা রানাতুঙ্গা-অরবিন্দ ডি সিলভা, সনৎ জয়সুরিয়া-মারভান আতাপাত্তু এবং মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা। তিনি বলেন, আমরা আশা করছি ম্যাথিউজ-চান্ডিমাল জুটিও একত্রে কাজ করবে ও সাফল্য অব্যাহত রাখবে। সুমাথিপালা আরো বলেন, একজন অধিনায়ককে অসাধারণ ব্যাটসম্যান অথবা বোলার হওয়ার প্রয়োজন নেই। তার মধ্যে ভালোভাবে দল পরিচালনা করার সক্ষমতা থাকতে হবে। ওয়েস্ট ইন্ডিজ খুব কমই একজন বোলার অথবা ব্যাটসম্যানকে অধিনায়ক নির্বাচন করে। কিন্তু তারা ঠিকই ওয়ার্ল্ড টি টোয়েন্টির শিরোপা জয় করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top