নির্যাতিত শিশুর চিকি‍ত্সার দায়িত্ব নিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক খোকা

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ধর্ষণসহ পাশবিক নির্যাতনের শিকার দিনাজপুরের ৫ বছরের শিশুটির চিকি‍ত্সার সব দায়িত্ব নিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
 
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জমিরহাট তকেয়াপাড়া গ্রামের শিশুটি গত ১৮ অক্টোবর বর্বরোচিত ওই নির্যাতনের শিকার হয়। প্রতিবেশী মাদকসেবি সাইফুল ইসলাম (৩৫) শিশুটিকে ধর্ষণের পাশাপাশি পাশবিক নির্যাতন করে। শিশুটির বুকে কামড় এবং গলাসহ শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করেন। নির্যাতনের পাশাপাশি শিশুটির শরীরে সিগারেটের ছ্যাঁকাও দেয়া হয়। নির্যাতিত শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ঢামেকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিত্সাধীন।
 
অ্যাডভোকেট জহিরুল হক খোকার পক্ষ থেকে তার ছেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ঢামেক হাসপাতালে গিয়ে নির্যাতিত মেয়েটির চিকিত্সার জন্য তার বাবার হাতে নগদ অর্থ তুলে দেন। অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, ‘মানবতাবোধ থেকেই আমি দরিদ্র এ শিশুটির চিকিত্সার দায়িত্ব নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ তার সর্বোচ্চ চিকিত্সার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top