 সেবা ডেস্ক:  ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অজ্ঞাত (২২) এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
সেবা ডেস্ক:  ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অজ্ঞাত (২২) এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন নাজিরেরবাগ এলাকার ঝিলমিল আবাসন প্রকল্পের সামনে আবর্জনার স্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে ঝিলমিল আবাসন প্রকল্পের সামনের আবর্জনার স্তূপে একটি চটের বস্তা দেখে সন্দেহ হওয়ায় পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে বস্তাটি খুলে এক তরুণীর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় লাশটি দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম জানান, এ ঘটনায় মামলা হয়েছে।