সেবা ডেস্ক: এপেক্স ক্লাব অব জামালপুরের প্রেসিডেন্ট এপেক্সিয়ান কাফি পারভেজ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন।
রাজধানীর বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর শহীদ সাইফুর রহমান মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী আনন্দঘন পরিবেশে এপেক্স বাংলাদেশের জেলা-১ এর ৩৭তম কনভেনশন-২০১৬ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একই অনুষ্ঠানে তাকে বেস্ট ডিনার নোটিশ ও বেস্ট সার্ভিস ক্লাব অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আনত্মর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-১এর ৩৭তম কনভেনশনে চেয়ারম্যান ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-১ এর গভর্নর এপেক্সিয়ান ভূবন লাল ভারতী।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান খোরশেদ উল আলম অরম্নণ, ইমিডিয়েট পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান অ্যাডভোকেট সৈয়দ নুরম্নর রহমান।
গেস্ট অব অনার এর বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এলজি এন্ড পিএনপি এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার টি কে বাড়ৈই তরম্নণ,
এপেক্স গেস্নাবাল এর চেয়ারম্যান ও পিএনপি এপেক্সিয়ান আসলাম হোসেন, এপেক্স বাংলাদেশের এলজি এন্ড পিএনপি এপেক্সিয়ান আনিছুজ্জামান শাতিল, পিএনপি এপেক্সিয়ান হাসান ফেরদৈাস জুয়েল এবং এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী পিএনপি এপেক্সিয়ান জসিম উদ্দিন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপসি'ত ছিলেন এপেক্স বাংলাদেশের সন্মানিত এলজি, পিএনপি, পিডিজি, জাতীয় বোর্ডের কর্মকর্তাবৃন্দ, এলএম, জেলা-১ এর ডেলিগেটবৃন্দ, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারীসহ কর্মকর্তাবৃন্দ, এপেক্সিয়ান ও অতিথিবৃন্দ।
কনভেনশনে অতিথিবৃন্দ ক্লাবের কার্যক্রমের ভিত্তিতে বিভিন্ন জেলার এপেক্সিয়ানদের অ্যাওয়ার্ড প্রদান করেন।
এবার এপেক্স কস্নাব অব জামালপুরের প্রেসিডেন্ট এপেক্সিয়ান কাফি পারভেজ টপ থ্রি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। একই অনুষ্ঠানে তাকে বেস্ট ডিনার নোটিশ ও বেস্ট সার্ভিস ক্লাব অ্যাওয়ার্ডও প্রদান করা হয়।
উলেস্নখ্য, এপেক্সিয়ান কাফি পারভেজ ২০১২ সালে বেস্ট সেক্রেটারি অ্যাওয়ার্ড অর্জন করেন।
তিনি ২০১৪ সালে জেলা-১ এর ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি এপেক্স ক্লাব অব জামালপুরের বোর্ডে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে আসীন থেকে দড়্গতার সাথে এপেক্স ক্লাব অব জামালপুর পরিচালনা ও বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে অবদান রাখার জন্য তিনি বিভিন্ন সময়ে এপেক্স বাংলাদেশের পড়্গ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্ত হন।
কনভেনশন শেষে এপেক্স বাংলাদেশের জেলা-১ এর গভর্নর নির্বাচনে ডেলিগেটদের প্রত্যড়্গ ভোটে এপেক্স ক্লাব অব ময়মনসিংহ এর পিপি এপেক্সিয়ান রেজাউল করিম মো. মাসুদ জেলা-১ এর গভর্নর নির্বাচিত হন।
রাজধানীর বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর শহীদ সাইফুর রহমান মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী আনন্দঘন পরিবেশে এপেক্স বাংলাদেশের জেলা-১ এর ৩৭তম কনভেনশন-২০১৬ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একই অনুষ্ঠানে তাকে বেস্ট ডিনার নোটিশ ও বেস্ট সার্ভিস ক্লাব অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আনত্মর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-১এর ৩৭তম কনভেনশনে চেয়ারম্যান ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-১ এর গভর্নর এপেক্সিয়ান ভূবন লাল ভারতী।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান খোরশেদ উল আলম অরম্নণ, ইমিডিয়েট পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান অ্যাডভোকেট সৈয়দ নুরম্নর রহমান।
গেস্ট অব অনার এর বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এলজি এন্ড পিএনপি এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার টি কে বাড়ৈই তরম্নণ,
এপেক্স গেস্নাবাল এর চেয়ারম্যান ও পিএনপি এপেক্সিয়ান আসলাম হোসেন, এপেক্স বাংলাদেশের এলজি এন্ড পিএনপি এপেক্সিয়ান আনিছুজ্জামান শাতিল, পিএনপি এপেক্সিয়ান হাসান ফেরদৈাস জুয়েল এবং এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী পিএনপি এপেক্সিয়ান জসিম উদ্দিন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপসি'ত ছিলেন এপেক্স বাংলাদেশের সন্মানিত এলজি, পিএনপি, পিডিজি, জাতীয় বোর্ডের কর্মকর্তাবৃন্দ, এলএম, জেলা-১ এর ডেলিগেটবৃন্দ, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারীসহ কর্মকর্তাবৃন্দ, এপেক্সিয়ান ও অতিথিবৃন্দ।
কনভেনশনে অতিথিবৃন্দ ক্লাবের কার্যক্রমের ভিত্তিতে বিভিন্ন জেলার এপেক্সিয়ানদের অ্যাওয়ার্ড প্রদান করেন।
এবার এপেক্স কস্নাব অব জামালপুরের প্রেসিডেন্ট এপেক্সিয়ান কাফি পারভেজ টপ থ্রি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। একই অনুষ্ঠানে তাকে বেস্ট ডিনার নোটিশ ও বেস্ট সার্ভিস ক্লাব অ্যাওয়ার্ডও প্রদান করা হয়।
উলেস্নখ্য, এপেক্সিয়ান কাফি পারভেজ ২০১২ সালে বেস্ট সেক্রেটারি অ্যাওয়ার্ড অর্জন করেন।
তিনি ২০১৪ সালে জেলা-১ এর ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি এপেক্স ক্লাব অব জামালপুরের বোর্ডে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে আসীন থেকে দড়্গতার সাথে এপেক্স ক্লাব অব জামালপুর পরিচালনা ও বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে অবদান রাখার জন্য তিনি বিভিন্ন সময়ে এপেক্স বাংলাদেশের পড়্গ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্ত হন।
কনভেনশন শেষে এপেক্স বাংলাদেশের জেলা-১ এর গভর্নর নির্বাচনে ডেলিগেটদের প্রত্যড়্গ ভোটে এপেক্স ক্লাব অব ময়মনসিংহ এর পিপি এপেক্সিয়ান রেজাউল করিম মো. মাসুদ জেলা-১ এর গভর্নর নির্বাচিত হন।
