পাকিস্তান বিদেশি দলের জন্য নিরাপদ নয়: শোয়েব আখতার

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে কোন বিদেশি দলকে আমন্ত্রণ জানানো ঠিক হবে না।
 
কুয়েটার পুলিশ ট্রেনিং সেন্টারে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ৬২ জন পুলিশ ক্যাডেট ও দুই সেনা সদস্য নিহত হওয়ার দুইদিন পর এমস মন্তব্য করলেন শোয়েব আখতার। তিনি বলেন, শোয়েব বলেছেন পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখন মোটেই অনুকূলে নেই। 
 
জিও নিউজ চ্যানেলে এক সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, নিরাপত্তা প্রশ্নে দেশে পুরোপুরি স্বাভাবিক অবস্থা বিরাজ না করা পর্যন্ত এখানে কোন বিদেশি দলকে আমন্ত্রণ জানানো আমাদের উচিত হবে না। নিরাপত্তা পরিস্থিতি এখন এখানে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আমাদের ধৈর্য্য ধরতে হবে। আমি নিশ্চিত পাকিস্তানে একদিন আন্তর্জাতিক ক্রিকেট অবশ্যই ফিরবে। কিন্তু এজন্য কিছু সময়ের প্রয়োজন। পুলিশ ট্রেনিং সেন্টারে সন্ত্রাসী হামলার ঘটনার কয়েকদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান নাজাম শেঠী ঘোষণা দিয়েছিলেন আগামী ফেব্রুয়ারিতে পিএসএলের দ্বিতীয় আসর লাহোরে অনুষ্ঠিত হবে। 
 
২০০৯ সালের মার্চে লাহোরে সফরকারী শ্রীলংকান দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে কোন শীর্ষস্থানীয় দল এ পর্যন্ত পাকিস্তান সফরে আসেনি। তবে আফগানিস্তান, কেনিয়া ও জিম্বাবুয়ের মত নিচু সারির দলগুলো পাকিস্তানে দল পাঠিয়েছে।-বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top