বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ত্রিশ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বকশীগঞ্জ পৌর এলাকার হাইস্কুল মোড় বায়েনপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে ৫টি বসতঘর ও আসবাবপত্রসহ অন্তত ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে বায়েনপাড়া এলাকার শরাফত আলীর ছেলে বায়েজিদ মিয়ার বসতঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শরাফত আলী, তার ছেলে জোবায়দুর রহমান, সাখাওয়াত হোসেন, বায়োজিদ মিয়া ও হযরত আলীর ৫টি আধাপাকা বসত ঘর, ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ, স্বর্নালংকার, নগদ টাকা ও ধান-চাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, প্রায় ২ ঘণ্টা পরে শেরপুর থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে আসলেও ততক্ষণে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক এ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top