শেরপুরে জেলা আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর শনিবার বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান।
এতে বক্তব্য রাখেন, শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ছারওয়ার জাহান, শ্রীবরদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম আলিফ উল্লাহ্‌ আহসান, নিজাম উদ্দিন আহমদ কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, মডেল গার্লস কলেজের অধ্যক্ষ আহম আতাউর রহমান, শেরপুর সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম, শিব শংকর কারুয়া ও মো. আমিরুল ইসলাম। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ১৫০০ মিটার দৌড়সহ ১৬টি ইভেন্টে পুরুষ এবং মহিলা শিক্ষার্থীরা আলাদাভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা গত ১৬ অক্টোবর শুরু হয়। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top