সেবা ডেস্ক: মিমির সঙ্গে ব্রেকআপ হওয়ার পর বিষয়টি নিয়ে চুপচাপই থেকেছেন রাজ চক্রবর্তী। ক্যামেরার সামনে যে ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে রাজ মুখ খুলবেন না, তা বুঝিয়ে দিয়েছিলেন আকার ইঙ্গিতে। শোনা যাচ্ছে, ব্রেকআপের পর এবার তাই নতুন সম্পর্ক নিয়েও খুব একটা খোলাখুলি কথা বলতে রাজি নন টালিউডের অন্যতম এই পরিচালক।
টালিউডে কান পাতলেই এখন রাজ-শুভশ্রীর সম্পর্কের কথা শোনা যাচ্ছে। তবে, সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও রাজ-শুভশ্রী আগামী বছরই বিয়ে করতে চলেছেন। অর্থাৎ আগামী বছরই রাজ-শুভশ্রীর চার হাত এক হচ্ছে, আপাতত এই গুঞ্জনেই মুখরিত টিনসেল টাউন।
যদিও, বিষয়টি নিয়ে রাজ-শুভশ্রীর মত মিমিও কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। গুঞ্জনকারীদের দাবি, অভিমান-এর শুটিং চলাকালীনই শুভশ্রীর সঙ্গে সম্পর্কের শুরু রাজ চক্রবর্তীর। আর সেই সময়ই মিমির সঙ্গে ব্রেকআপটা হয়েই যায় তার।