নালিতাবাড়ীতে *খ্রীষ্টধর্মাবলাম্বীদের তীর্থোৎসব * *ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার* *আ’লীগ নেতা কর্তৃক গৃহবধূ ধর্ষিত*

Unknown
       নালিতাবাড়ীতে খ্রীষ্টধর্মাবলাম্বীদের ১৯তম তীর্থোৎসব শুরু 

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি গ্রাম বারমারী সাধু লিওর খ্রীষ্টান ধর্মপল্লীতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী তীর্থোৎসব। প্রায় ২৫ হাজার খ্রীষ্টভক্তের অংশগ্রহণে ‘দয়ার মাতা মারিয়া’ এই মুল সুরের উপর ভিত্তি করে আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে খ্রীষ্টানদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় এ উৎসব।

বৃহস্পতিবার বিকেলে পুর্নমিলন ও পাপ স্বীকার দিয়ে শুরু হওয়া এ উৎসবের অন্যান্য ধর্মীয় উপাসনার মধ্যে রয়েছে- পবিত্র মহা-খ্রীষ্টযাগ, আলোক শোভাযাত্রা, গীতি আলেখ্য, সাক্রামেন্তের আরাধনা, নিরাময় অনুষ্ঠান এবং নিশি জাগরণ ইতাদি। পরদিন শুক্রবার সকালে জীবন্ত ক্রুশের পথ ও পরে মহা-খ্রীষ্টযাগের মাধ্যমে তীর্থোৎসবের সমাপ্তি হবে।
ঢাকা খ্রীষ্টধর্ম প্রদেশের অবসরপ্রাপ্ত বিশপ থিওটোনিয়াস গমেজ এবারের তীর্থোৎসবের উদ্ভোধনী খ্রীষ্টযাগ উৎসর্গ করেন। সমাপনী খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ময়মনসিংহ খ্রীষ্টধর্ম প্রদেশের ধর্মপাল বিশপ পনেন পৌল কুবি সিএসসি।
ধর্মপল্লীর সূত্রমতে, খ্রীষ্টভক্তদের দাবীর প্রেক্ষিতে ১৯৯৮ সালে পর্তূগালের ফাতেমা নগরীর আদলে ও অনুকরণে পাহাড় ঘেরা মনোরম পরিবেশে এ তীর্থ স'ানটিকে নির্বাচন করা হয়। ময়মনসিংহ ধর্ম প্রদেশের তৎকালীন প্রয়াত বিশপ ফ্রান্সিস এ. গমেজ বারমারী সাধু লিওর ধর্মপল্লীতে ফাতেমা রাণীর তীর্থ স'ান হিসেবে ঘোষনা করেন। সেই থেকে প্রতিবছর ধর্মীয় চেতনায় দেশি-বিদেশি হাজার হাজার খ্রীষ্টান ধর্মাবলম্বীদের অংশগ্রহণে বার্ষিক তীর্থোৎসব পালিত হয় এখানে।
কর্তৃপক্ষ জানায়, তীর্থযাত্রীদের জন্য এ বছর কঠোর নিরাপত্তা ব্যবস'া গ্রহণ করা হয়েছে। র‌্যাবের পাশাপাশি পুলিশ, বিজিবি, দমকল বাহিনী, আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়া তীর্থযাত্রীদের অধিক নিরাপত্তার জন্য গুরুত্বপুর্ণ স'ানগুলোতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
এদিকে খীষ্টানদের এ উৎসবকে ঘিরে আশপাশে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। বসেছে বাহারী পণ্যের মেলা। খ্রীষ্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি দর্শনার্থী হিসেবে অনান্য ধর্মাবলম্বীরাও ভির করছেন।

নালিতাবাড়ীতে ধানক্ষেত থেকে ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নস' কিল্লাপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে কফিল উদ্দিন কলি নামে এক ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে এ মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ভ্যান চালক ওই গ্রামেরই রহিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার দুপুরে খাবারের পর কিল্লাপাড়াস' বাড়ি থেকে বেরিয়ে যায় ভ্যানচালক কলি। দুপুরের পর থেকে কলির ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং রাতে বাড়ি না ফিরেনি। কিন' কালিনগর গ্রামে তার আরেকটি বাড়ি থাকায় কেউ বিষয়টি আমলে নেননি। এরপর আজ বৃহস্পতিবার সকালে কিল্লাপাড়াস' বাড়ির অদূরে একটি ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স'ানীয় লোকজন। সংবাদ পেয়ে দুপুরে ঘটনাস'লে পৌছে নালিতাবাড়ী থানা পুলিশ। তবে এ মৃত্যুর কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।
নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বড় ছেলে দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে থানা পুলিশ। তবে ময়নাতদন্তের আগ পর্যন্ত পুলিশ কোন মন্তব্য করতে রাজি হয়নি।



নালিতাবাড়ীতে আ’লীগ নেতা কর্তৃক গৃহবধূ ধর্ষিত 
শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত ২৫ অক্টোবর মঙ্গলবার রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে এবং বুধবার নালিতাবাড়ী থানায় মামলা দায়ের শেষে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়।
পুলিশ ও গৃহবধূর পরিবার জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে রূপনারায়নকুড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ফজর আলীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যায়। এসময় পার্শ্ববর্তী কিল্লাপাড়া গ্রামের বছর মাহমুদের ছেলে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন (৪০) ওই গৃহবধূর ঘরে ঢুকে আলো নিভিয়ে লুকিয়ে পড়ে। বিষয়টি টের না পাওয়ায় গৃহবধূ ঘরে ঢুকে দরজা বন্ধ করে এবং শোয়ে পড়ে। এরপরই বিল্লাল গৃহবধূর গলায় চাকু ধরে জোরপূর্বক ধর্ষণ করে ও শেষে পালিয়ে যায়। পরে রাতেই গৃহবধূর স্বামী বাড়ি ফিরলে ধর্ষিতা বিষয়টি স্বামীকে জানায়। পরদিন বুধবার গৃহবধূ নিজেই বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে।
এলাকাবাসী জানায়, ধর্ষক বিল্লাল কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং কদমতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির আহবায়ক।
নালিতাবাড়ী থানার উপ-পরির্দশক (এসআই) মতিউর রহমান ঘটনা সততা নিশ্চিত করে জানান, বুধবারই ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top