এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি : “জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদান চাই” এ শ্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ী এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে।আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ীতে এ কর্মসূচী পালিত হয়। উপজেলা পরিষদ গেট সংলগ্ন মহাসড়কে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, সহকারী কমিশার ভূমি জেবুন্নাহার শাম্মী, সনাক সদস্য সাদরুল আহসান মাসুম, কোহিনূর রুমা, টিআইবির এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমনসহ সনাক ও ইয়েস সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক নালিতাবাড়ীর সভাপতি জোবায়দা খাতুন।