ঝিনাইগাতী সদরের কলেজ জাতীয়করণের দাবীতে মানববন্ধন

S M Ashraful Azom
সেবা ডেস্ক: এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে কলেজ জাতীয়করণের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ ২২ অক্টোবর শনিবার স'ানীয় আলহাজ্ব শফি উদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজ এবং মহিলা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের লোকজন এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ গ্রহণ করেন। 
ঝিনাইগাতী কলেজ জাতীয়করণের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ এনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ রেজাউল হাসান, প্রভাষক আসাদুজ্জামান, ফজলুল করিম, মো. শহীদুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, মাহবুব সুলাইমান, মো. সারোয়ার হোসেন, শিক্ষার্থী মো. রাসেল মিয়া, আব্দুল আল মামুন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ শেষে আলহাজ্ব শফিউদ্দিন আহাম্মদ কলেজ জাতীয়করণের দাবীতে বিক্ষোভকারীরা শহরের প্রধান প্রধান সড়ক আবোরধ করে রাখে। উল্লেখ্য, গত ৫ দিন যাবত এই কর্মসূচি গুলো পালন করে আসছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top