ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির আক্রমণে নিহত ব্যক্তিদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ ২২ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের হাতি আক্রান- ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে নিহতদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের হাতে ওই সহায়তা তুলে দেন শেরপুর জেলা বিএনপি’র আহবায়ক মো.মাহমুদুল হক রুবেল।
এ সময় উপসি'ত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্মআহবায়ক আঃ মানান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনসহ উপজেলা বিএনপি’র ২শতাধিক নেতা-কর্মী।
সুত্রে জানা যায়, ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা পানবর, দুধনই, বাকাকুড়া, গুরুচরণ ও তাওয়াকুচাসহ সাম্প্রতিক সময়ে বন্য হাতির আক্রমণে নিহত ৮ ব্যক্তি নিহত হয়। আর হাতির তান্ডবে ২৫টি ঘর-বাড়ি এবং প্রায় ৫০ একর ফসলী জমি বিনষ্ট হয়। 

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top