খাদিজার শারীরিক উন্নতি হলেও চিনতে পারছেন না স্বজনদের

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি এখনো পরিবারে বা স্বজনদের কাউকে চিনতে পারছেন না বলে জানিয়েছেন তার চিকিত্সক ও স্বজনরা। গত বৃহস্পতিবার থেকে তাকে শক্ত খাবার দেওয়া হচ্ছে।
 
হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন জানান, খাদিজার  শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। খাদিজার চাচা আব্দুল কুদ্দুস জানান, তার পুরোপুরি জ্ঞান ফিরেছে বলা যাচ্ছে না। অবস্থার উন্নতি হলেও সে এখনো পরিবারের বা স্বজনদের কাউকে চিনতে পারছে না। গত বৃহস্পতিবার সকালে ওকে দেখে বেশ ‘অস্থির’ লাগছিল, মনে হচ্ছিল যেন যন্ত্রণা হচ্ছে তার। খাদিজাকে দেশের বাইরে নিতে চাচ্ছি আমরা। কিন্তু সরকার যেহেতু বলেছে ওর চিকিত্সার সব ব্যবস্থা নেবে, তাই আমরা তাদের সহযোগিতা কামনা করছি।
 
তবে উত্কণ্ঠার কিছু নেই জানিয়ে ডা. নাজিম উদ্দিন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সে সবাইকে চিনতে পারবে। নার্গিসের আত্মীয়রা আবেগের সঙ্গে বিষয়টি দেখছে। খাদিজাকে নল দিয়ে খাওয়ানো হতো। এখন সে চিবিয়ে খেতে পারছে। বৃহস্পতিবার তাকে কিছুক্ষণ হুইল চেয়ারেও ঘুরানো হয়েছে।
 
গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে আহত করে বদরুল আলম নামে এক বখাটে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সহ-সম্পাদক ও অর্থনীতি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র বদরুল বর্বর হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।
ইত্তেফাক.
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top