
গত বৃহস্পতিবার ও শুক্রবার নিহত এই বেসামরিকদের মসুলের দক্ষিণাঞ্চলে মানবঢাল হিসেবে ব্যবহার করছিল জঙ্গি সংগঠনটি। নিহতদের দেহ মসুলের উত্তরাঞ্চলে অবস্থিত একটি কৃষি কলেজে গণকবর করে চাপা দেয়া হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। নিহতদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এদের মধ্যে অনেক শিশু রয়েছে। সিএনএন তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
শনিবার ইরাকি যৌথ অপারেশন্স কমান্ড জানিয়েছে, হামদানিয়া উদ্ধারে ব্যাপক অভিযান শুরু হয়েছে। শহরটি মসুল থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। শহরের আল আকসারি এলাকায় প্রবেশ করে মেয়র ভবন ও সরকারি হাসপাতাল আইএস মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন লেফট্যানেন্ট জেনারেল কাসিম আল মালিকি। এই অভিযানে ৫০ আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। পরবর্তীতে তাল কাইফ শহর মুক্ত করতে অভিযান চালানো হবে। সিএনএন।