স্কুলছাত্রীর চুল কেটে দিলো প্রতিবেশী কিশোররা

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের এক স্কুলছাত্রী চুল কেটে দিয়েছে প্রতিবেশী কিশোররা। 
 এ ঘটনায় শনিবার বিকেলে সদর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই কিশোরদের গ্রেফতারের চেষ্টা করছে। 
গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান মামলার বরাত দিয়ে বলেন, ‘শুক্রবার ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে ওই গ্রামের বাটুল মিয়ার সঙ্গে তার প্রতিবেশী নুরু মিয়ার ছেলে আজাদ হোসেনের ঝগড়া হয়।  

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়। কিন্তু কিছুদূর যাওয়ার পর বাটুল মিয়ার ছেলে আরিফ মিয়া (১৬), ওই পরিবারের আলম মিয়ার ছেলে রাকিব মিয়া (১৫) এবং আব্দুস সালামের ছেলে আশিক মিয়া (১৬) পথরোধ করে ওই স্কুলছাত্রীকে মারধর করে। একপর্যায়ে তারা ওই স্কুলছাত্রীর মাথার চুল কেটে দেয়। খবর পেয়ে ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা এগিয়ে গেলে ওই কিশোররা পালিয়ে যায়। এ নিয়ে ৬ জনকে আসামি করে শনিবার বিকেলে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top