‘প্রতিটি ছবিতেই আমার অভিষেক হয়’ :শ্রদ্ধা কাপুর

Nuruzzaman Khan
সেবা ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনত্রীে শ্রদ্ধা কাপুর। একে একে অভিনয় করেছেন আশিকি-টু, এক ভিলেন, হায়দার, এবিসিডি-টু, ভাগি ও রিলিজের অপেক্ষায় থাকা রক অন-টুতে। কিন্তু এখনো নিজের প্রতিটি ছবিকেই প্রথম ছবি মনে করেন তিনি। একই ধরনের মনোযোগ এবং গুরুত্ব পায় নিজের সব চরিত্র।

এরকম মনে করার ব্যাখ্যা হিসেবে তিনি বলেন, ‘এ পর্যন্ত আমি যতগুলো ছবিতে অভিনয় করেছি সবগুলোতেই আমার চরিত্রের বৈচিত্র্য খুঁজে পেয়েছি। রক অন-টুতেও এমনটা ভেবেই কাজ করেছি।’

‘রক অন-টু’ ছবির ট্রেইলার রিলিজ হওয়ার পর তিনি আরো বলেন, ‘আবেগ জড়ানো এই ছবিতে অভিনয় করার সময় কিছুটা নার্ভাস ছিলাম। চরিত্রটি খুব কঠিন ছিল। তাছাড়া গান গাইতে হয়েছে এখানে। আগেও কয়েকটি ছবিতে গান গেয়েছি, কিন্তু রক অন-টুতে গাওয়ার আগে রক গান গাওয়ার স্টাইলটা আয়ত্বে আনতে অনেক প্রস্তুতি, প্রশিক্ষণ আর চর্চার প্রয়োজন পড়ে। অবশেষে গাইতে পেরেছি। সবাই এই ছবির গানগুলোর উন্মাদনায় মেতেছেন দেখে ভালো লাগছে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top