সেবা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনে চট্টগ্রামগামী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
বুধবার দুপুর বেলা ১২টায় কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এতে করে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে, কালনি এক্সপ্রেস আজমপুর স্টেশনে ও সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস মেথিকান্দা স্টেশনে ও ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস একপ্রেস দৌলতকান্দি স্টেশনে আটকা পড়ে।
স্টেশন সূত্রে জানা গেছে, দুপুর দেড়টায় ভৈরব রেলওয়ে জংশন থেকে একটি ইঞ্জিন এসে কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটিকে ঠেলে তালশহর স্টেশনে নিয়ে গেলে দুপুর সোয়া দুইটায় এসব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আশুগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।