সেবা ডেস্ক: লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর পৌর ১৫ নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের হাবিবুর রহমান এর ছেলে মোঃ জুয়েল (২৫)কে গত ২১ অক্টোবর সন্ধা দিকে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ এস আই কাউছার গ্রেফতার করেন। জুয়েলকে থানায় চারদিন ধরে আটক রাখার প্রতিবাদে সোমবার দুপুর ১২ ঘটিকায় নদী বাংলায় লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাবে কার্যলয়ে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।
জানা যায়, মো: জুয়েল শুক্রবার সন্ধায় বেড়ির মাথা নামক স্থানে চা খেতে এলে এসময় কর্তৃব্যরত সদর থানা এস আই মো: কাউছার নেতৃত্বে একদল পুলিশ বিনা কারনে আটক করে থানায় নিয়ে আসে। এই বিষয়ে জুয়েল এর বাবা সহ তার আত্নীয় স্বজন থানায় যোগাযোগ করলে জুয়েলের আটকের কারন জানতে পারেনি। এর আগে জুয়েল এর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ ছিলনা । গত ৪ দিন ধরে কোর্টে হাজির না করেও থানায় আটক রেখেছে বলে জানান ভূক্তভোগী পরিবার । তারা জুয়েলকে ফেরত পেতে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগীতা কামনা করছেন ।
জুয়েলকে থানায় চারদিন আটক রাখার বিষয়ে পুলিশ সুপার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,থানাকে অবগত করেন।
লক্ষ্মীপুর সদর থানায় এস আই কাওছার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, জুয়েল এর বিষয়টি নিয়ে তদন্ত চলছে।