সেবা ডেস্ক: সদ্য বিদায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডন যাচ্ছেন। আগামী শুক্রবার তিনি যুক্তরাজ্য (লন্ডন) যাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী একেএক সাজ্জাদ।
তিনি জানান, আগামী বৃহস্পতিবার তার (সৈয়দ আশরাফ) লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানের টিকেট না পাওয়ায় পর দিন (শুক্রবার) যেতে হচ্ছে।
জানা গেছে, সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী অসুস্থ। মূলত তাকে দেখতেই তিনি লন্ডন যাচ্ছেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৫ দিনের ছুটির আবেদন করেছেন সৈয়দ আশরাফ।
আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে সাধারণ সম্পাদকের পদ থেকে বিদায় নেন তিনি। তাকে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়।