কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২১.১০.১৬
কুড়িগ্রামে ৩দিনব্যাপী মিনি বিশ্ব ইজতেমায় ২য় দিনে ২ মুসলস্নীর মৃত্যু হয়েছে। ইজতেমার আয়োজকরা জানান, গতরাতে ইজতেমা মাঠে বয়ান শেষে ঘুমনত্ম অবস্থায় আব্দুস ছামাদ (৬০) মারা যায় এবং শুক্রবার সকাল ১০ টায় হাফেজ মকবুল হোসেন (৫৫) নামে একজন মুসলস্নী অসুস্থ হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
নিহত মকবুল হোসেনের বাড়ি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এবং আব্দুস ছামাদের বাড়ী রাজিবপুর উপজেলায়। শুক্রবার জুম্মার নামাজ শেষে ইজতেমা মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ইজতেমার আয়োজন করে জেলা তাবলীগ জামাত।
বৃহস্পতিবার আছরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরম্ন হয় ইজতেমার মুল পর্ব। ইজতেমায় জেলার মুসলস্নীরা ছাড়াও দেশ-বিদেশের মুসলস্নীরা অংশ নিয়েছে। আজ শনিবার সকাল ১০টায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৩দিন ব্যাপী মিনি বিশ্ব ইজতেমা। মোনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইলের মুরম্নব্বী তাবলিগ জামাতের কেন্দ্রীয় সুরা সদস্যরা।
জেলার মুরম্নব্বীরা জানান,সামনে জানুয়ারী মাসে টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নেয়ার পুর্ব প্রস্তুতি হিসেবে কুড়িগ্রামসহ দেশের ৩২টি জেলায় এ মিনি বিশ্ব ইজতেমা একযোগে অনুষ্ঠিত হয়। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বড়্গণিক নিরাপত্তায় জেলা পুলিশের কয়েকটি টিম কাজ করে
কুড়িগ্রামে ৩দিনব্যাপী মিনি বিশ্ব ইজতেমায় ২য় দিনে ২ মুসলস্নীর মৃত্যু হয়েছে। ইজতেমার আয়োজকরা জানান, গতরাতে ইজতেমা মাঠে বয়ান শেষে ঘুমনত্ম অবস্থায় আব্দুস ছামাদ (৬০) মারা যায় এবং শুক্রবার সকাল ১০ টায় হাফেজ মকবুল হোসেন (৫৫) নামে একজন মুসলস্নী অসুস্থ হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
নিহত মকবুল হোসেনের বাড়ি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এবং আব্দুস ছামাদের বাড়ী রাজিবপুর উপজেলায়। শুক্রবার জুম্মার নামাজ শেষে ইজতেমা মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ইজতেমার আয়োজন করে জেলা তাবলীগ জামাত।
বৃহস্পতিবার আছরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরম্ন হয় ইজতেমার মুল পর্ব। ইজতেমায় জেলার মুসলস্নীরা ছাড়াও দেশ-বিদেশের মুসলস্নীরা অংশ নিয়েছে। আজ শনিবার সকাল ১০টায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৩দিন ব্যাপী মিনি বিশ্ব ইজতেমা। মোনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইলের মুরম্নব্বী তাবলিগ জামাতের কেন্দ্রীয় সুরা সদস্যরা।
জেলার মুরম্নব্বীরা জানান,সামনে জানুয়ারী মাসে টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নেয়ার পুর্ব প্রস্তুতি হিসেবে কুড়িগ্রামসহ দেশের ৩২টি জেলায় এ মিনি বিশ্ব ইজতেমা একযোগে অনুষ্ঠিত হয়। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বড়্গণিক নিরাপত্তায় জেলা পুলিশের কয়েকটি টিম কাজ করে
