ট্রাম্পের বিরুদ্ধে পর্নো অভিনেত্রীর অভিযোগ

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগ আনলেন পর্নো তারকা জেসিকা ড্রেক। এ নিয়ে ১১ জন নারী ধনকুবের ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন। তবে ট্রাম্প হুমকি দিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি এসব নারীদের বিরুদ্ধে মামলা করবেন। এদিকে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, তিনি প্রচারণায় ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব দেবেন না, তিনি মূলত বিভিন্ন ইস্যুকে জনগনের সামনে তুলে ধরবেন। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে দেখা গেছে, মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল নির্মান পরিকল্পনা অর্থের অপচয় বলে বেশিরভাগ মার্কিনী মত দিয়েছেন।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শনিবার এক সংবাদ সম্মেলনে পর্নো তারকা এবং যৌন বিষয়ক শিক্ষক জেসিকা ড্রেক (৪২) জানিয়েছেন, দশ বছর আগে ট্রাম্প তাকে জড়িয়ে ধরেছিলেন এবং অনুমতি না নিয়েই তার ঠোঁটে চুমু দিয়েছিলেন। এই সময় দুই নারীও তাকে ধরে রাখেন। এরপর ট্রাম্প তাকে (ড্রেক) ব্যক্তিগত বিমানে যেতে বলেন। ট্রাম্প প্রস্তাব দেন, তার কক্ষে এবং পার্টিতে গেলে তাকে (জেসিকা ড্রেক) ১০ হাজার ডলার দেওয়া হবে। ড্রেক প্রমান হিসেবে একটি গলফ মাঠে ট্রাম্পের সঙ্গে তার একটি ছবিও দেখান। আইনজীবী গ্লোরিয়া অ্যালরেড এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দেন। এর আগে অ্যালরেড ট্রাম্পের আরো দুই অভিযোগকারীকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কমিটি জানিয়েছে, ওই নারীর অভিযোগ মিথ্যা এবং হাস্যকর। ট্রাম্প এই নামে কাউকে চিনেন না এবং চেনার প্রয়োজনও বোধ করেন না। এটা বিরোধী প্রার্থী হিলারির আরেকটা কারসাজি।
 
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শনিবার নির্বাচনী বিমানে হিলারি বলেন, ট্রাম্প যা কিছু তা বলতে পারেন, তিনি তার নির্বাচনী প্রচারণা যেভাবে চান সেইভাবেই চালাবেন। তিনি এখন ট্রাম্পের এসব মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না। তিনি দলের অন্যান্য নেতাদের কিভাবে জেতানো যায় সেই চেষ্টা চালাবেন। হিলারি বলেন, আমি এখন দলের ঐক্যের উপর জোর দিচ্ছি। উল্লেখ্য, ৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াও সিনেট এবং প্রতিনিধি পরিষদের কিছু আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
বাতাং সংস্থা রয়টার্স/ইপসোস প্রকাশিত এক জরিপে দেখা গেছে, মেক্সিকো সীমান্তে ট্রাম্পের আকর্ষণীয় দেয়াল নির্মান সমর্থন করছেন না অ্যারিজোনা রাজ্যের ৪৭ শতাংশ বাসিন্দা। তারা মনে করেন না, এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রতিরোধ করা যাবে। তারা মনে করছেন, এই দেয়াল নির্মানে কেবল অর্থের অপচয়ই হবে। ৩৪ শতাংশ বাসিন্দা মনে করেন, দেয়াল নির্মানে ফল আসবে। আর রিপাবলিকানদের মধ্যে ২১ শতাংশ দেয়াল নির্মানকে সমর্থন করেন না। ৫৭ শতাংশ সমর্থন করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top