সেবা ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তি করায় সুশান্ত পাল নামে এক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর পক্ষে মোতাকাব্বির খান প্রবাস নামে এক শিক্ষার্থী এ মামলা করেন।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর সুশান্ত পাল তার ফেসবুক ওয়ালে ঢাবির গেস্টরুম নিয়ে মিথ্যা নোংড়া মন্তব্য করেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ নিয়ে এমন বাজে মন্তব্য করায় ঢাবির হাজারো শিক্ষার্থী ক্ষোভে ফেটে পড়েন। তারা এর প্রতিবাদে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মামলা দায়ের করার জন্য স্মারকলিপি দেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার এএসআই আতাউর রহমান বলেন, সুশান্ত পালের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে ৫৭ ধারায় মামলা হয়েছে। এসআই আনোয়ারুল ইসলামকে মামলাটির তদন্ত দেওয়া হয়েছে। মামলার সঙ্গে সুশান্ত পালের ফেসবুক পোস্টের অনুলিপি, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্যাদি যুক্ত করা হয়েছে।
