মেসি আমার বন্ধু নয়, তবে একে অপরকে শ্রদ্ধা করি: রোনালদো

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির প্রতি নিজের শ্রদ্ধা প্রদর্শন করে রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, আমরা বন্ধু নই, তবে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। বিগত আট বছর ধরে রোনালদো এবং তার বার্সেলোনা প্রতিপক্ষ লিওনেল মেসি ব্যালন ডিঅ’র নির্বাচনে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। 
পাশাপাশি বিশ্ব ফুটবলে এখনো তারাই একচেটিয়া রাজত্ব করে চলেছে। আসন্ন খেতাব প্রাপ্তির লড়াইয়েও এখন আলোচনার শীর্ষে এই দুই ফুটবল তারকা। তবে রোনালদো বলেছেন, এ নিয়ে তাদের মধ্যে কোন রকমের হানাহানি নেই। 
৩১ বছর বয়সী এই পুর্তগাল তারকা কোচ ম্যাগাজিনকে বলেন,‘ আমার নিজের এবং মেসির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। মিডিয়া যদিও আমাদের দুই জনের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতার আবহ সৃস্টি করতে পছন্দ করে, কিন্তু আমরা এর ধারে কাছেও নেই। বিষয়টি এমন নয় যে আমরা দু’জন ভাল বন্ধু। তবে দু’জনই দু’জনকে সম্মান করি।’ গোল.কম।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top