সেবা ডেস্ক: খুলনার কয়রা উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলা আমীর মাওলানা অ. খ. ম. তমিজউদ্দিনের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে তমিজউদ্দিন বাস পোড়ানো মামলায় হাজিরা দিতে গেলে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
এ ব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী জানান, বাস পোড়ানো মামলায় গ্রেফতার হয়ে পরে উচ্চ আদলতের জামিনে ছিলেন তমিজউদ্দিন। এছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা রয়েছে।