
আজ শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় এক ঘণ্টা এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াবলী ছাড়া চীনা কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা হয় বলে নেতারা জানান। প্রতিনিধি দলে আরও ছিলেন সিপিসির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক ইউয়ান জেহেবিন, উপ-পরিচালক জিয়া পেং, কাও ঝিগাং প্রমুখ। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল অব. মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের পর চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের এই সাক্ষাৎ হল। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে ঝেং শিয়াওসং বক্তব্য রাখেন।