
নিউইয়র্ক পুলিশ বিভাগের লেফটেন্যান্ট থমাস অ্যান্টোনেটি এএফপিকে বলেছেন, খামটি প্রথমে ম্যানহাটনে হিলারি ক্লিনটনের দফতরে পাঠানো হয়। পরে নির্বাচনী প্রচারণা কর্মীরা খামটি সেখান থেকে তার ব্রুকলিন সদর দফতরে পাঠিয়ে দেয়। তিনি আরো বলেন, প্রাথমিক তদন্ত থেকে এটা জানা গেছে এতে ঝুঁকিপূর্ণ কিছু নেই। তবে খামের ভিতরে আসলে কি জাতীয় জিনিস রয়েছে তা জানতে আরো পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। অ্যান্টোনেটি জানান, ঐ খামে লেখা রয়েছে। তবে এতে হত্যার কোন হুমকি দেয়া হয়নি। আমরা এটির ধরণ জানার চেষ্টা করছি। তবে এতে ঝুঁকিপূর্ণ বিষাক্ত কিছু থাকার কথা উড়িয়ে দেন তিনি।