আওয়ামীলীগের ২০তম কাউন্সিলের লাইভ আপডেট হচ্ছে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ ও ওয়েব সাইটে

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম কাউন্সিলের লাইভ আপডেট দেয়া হচ্ছে রাজনৈতিক দলটির ভেরিফাইড ফেসবুক পেজ ও ওয়েব সাইটে। রাজনৈতিক দলটির গবেষণা প্রতিষ্ঠান সেন্টর ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর সার্বিক তত্ত্বাবধায়নে এই কার্যক্রম চলছে বলে জানায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
 
প্রথম সেশনের লাইভ সম্প্রচারের পাশাপাশি বক্তাদের বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুকে পেজে পৃথকভাবে সম্প্রচার করা হবে। ২ লাখ ৯৬ হাজার মানুষ ২০তম জাতীয় কাউন্সিলের ভিডিও সরাসরি দেখেছে ফেসবুকে। এ ছাড়াও আওয়ামী লীগের ওয়েব সাইট www.albd.org এ নিয়মিত আপডেট পাওয়া যাচ্ছে কাউন্সিলের। সিআরআই এর পক্ষ থেকে জানানো হয়, কাউন্সিলের শুরু থেকে অনলাইনে আমরা লাইভ সম্প্রচার ও লাইভ আপডেট দেয়ার ব্যবস্থা করছি। সেই সঙ্গে অনলাইনে কাউন্সিলর সহ আওয়ামী লীগ সমর্থকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেয়ার জন্য কাজ করে যাচ্ছে একটি দল। কাউন্সিল শেষ হওয়ার আগ পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে। আশা করা যাচ্ছে অনলাইনে কাউন্সিলের খুঁটিনাটি সব বিষয় উঠে আসবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top