সেবা ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় উত্যক্তের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবু খলিফা (২৩) উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাসড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ভাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তারকে কয়েকদিন ধরে উত্ত্যক্ত করছিল ওই বখাটে যুবক। বুধবার সে দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মডেল টেস্ট পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। এ সময় ওই যুবক সাদিয়াকে উত্যক্ত করে। এতে এক ভ্যান-চালক বাধা দলে খলিফা তাকে মারধর করে। স্থানীয়রা আহত ভ্যান চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। রাতে ছাত্রীর বাবা সোবাহান সিপাহী এ ব্যাপারে মামলা করলে পুলিশ যুবকটিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।