টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে থাকছেন না এন্ডারসন

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্টে সিরিজের জন্য অপরিবর্তিত ১৬ সদস্যের দল ঘোষনা করেছে ইংল্যান্ড। অর্থাৎ এই দলেও জায়গা হয়নি শীর্ষস্থানীয় ফাস্ট বোলার জেমস এন্ডারসনের। 

ইংল্যান্ডের হয়ে রেকর্ড ৪৭৩ টেস্ট উইকেট দখল করা এন্ডারসন কাঁধের ইনজুরির কারনে আগামী মাসে রাজকোটে শুরু হওয়া টেস্ট সিরিজের দল থেকে ছিটকে পড়েছেন। এই ইনজুরিতে পড়ে ৩৪ বছর বয়সী এই পেসার বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজেও খেলতে পারেননি। 

তবে ধারণা করা হচ্ছে সুস্থ হয়ে উঠলে হয়তবা ভারতীয় সিরিজের পরের দিকে তিনি দলে ফিরতে পারেন। 
গোঁড়ালির ইনজুরির কারনে ইতোমধ্যেই দলের বাইরে রয়েছেন আরেক পেসার মার্ক উড। কিন্তু এজন্য ভারতের বিপক্ষে সিরিজের জন্য নতুন কোন পেসারকে দলে ডাকা হয়নি। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলটিকেই অপরবির্তিত রেখে দল ঘোষনা করা হয়েছে। এই দলে পেসার হিসেবে আছেন স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, বেন স্টোকস, স্টিভেন ফিন ও জেক বল। অন্যদিকে স্পিন আক্রমন সামলেছেন মঈন আলী, আদিল রশীদ, গ্যারেথ বেটি ও জাফর আনসারি। সোমবার চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ২২ রানের জয় তুলে নিয়েছে সফরকারী ইংল্যান্ড। শুক্রবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। 
আগামী ৯ নভেম্বর থেকে রাজকোটে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজ। সিরিজের অন্য ম্যাচগুলো যথাক্রমে বিশাকাপত্তম, মোহালি, মুম্বাই ও চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।

ইংলিশ স্কোয়াড : এ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জাফর আনসারী, জনি ব্যারিস্টো, জেক বল, গ্যারি ব্যালেন্স, গ্যারেথ বেটি, স্টুয়ার্ট ব্রড, জোস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশীদ, জো রুট, বেন স্টোকস ও ক্রিম ওকস। 
বাসস.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top