
অন্যদিকে আগামীকাল শুক্রবার এখানে দেখানো হবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্ট্রাকশন’। দুটি ছবিই প্রযোজনা করেছে খনা টকিজ। ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর বিষয়বস্তু ভিন্ন কিছু পেশাজীবি নারীর বাস্তব জীবনের উপলব্ধি নিয়ে।
গত ২২ জানুয়ারি ‘আন্ডার কনস্ট্রাকশন’ মুক্তি পায় । এতে রয়া চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামী। এদিকে চাকমা ভাষায় নির্মিত ‘মাই বাইসাইকেল’ এর আগেও বিভিন্ন উৎসবে অংশ নিয়েছে।