স্পেনে 'মাই বাইসাইকেল' ও 'আন্ডার কনস্ট্রাকশন'

Unknown
সেবা ডেস্ক:  স্পেনের বার্সেলোনার কাসা এশিয়া ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে বাংলাদেশের দুটি সিনেমা। এরমধ্যে ১০ নভেম্বর বৃহস্পতিবার প্রদর্শিত হয়েছে অং রাখাইনের ‘মাই বাইসাইকেল’।
 
অন্যদিকে আগামীকাল শুক্রবার এখানে দেখানো হবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্ট্রাকশন’। দুটি ছবিই প্রযোজনা করেছে খনা টকিজ। ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর বিষয়বস্তু ভিন্ন কিছু পেশাজীবি নারীর বাস্তব জীবনের উপলব্ধি নিয়ে।
 
গত ২২ জানুয়ারি ‘আন্ডার কনস্ট্রাকশন’ মুক্তি পায় । এতে রয়া চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামী। এদিকে চাকমা ভাষায় নির্মিত ‘মাই বাইসাইকেল’ এর আগেও বিভিন্ন উৎসবে অংশ নিয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top