বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাত

Unknown
সেবা ডেস্ক:  সেনা বাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
বৈঠকে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন।
জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক আগামী ২৪ নভেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিতব্য অর্ডিন্যান্স কোর্পস-এর পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদানের জন্য রাষ্ট্রপতি হামিদকে অনুরোধ জানান।
আবদুল হামিদ সেনাবাহিনীর সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পন্ন করার জন্য সেনাপ্রধানকে নির্দেশ দেন। 
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top