মো: শাহ জামাল, জামালপুর সংবাদদাতা: হরিষে বিষাদ প্রবাদের কথা বাস্তবেই মিলেছে। ভাইয়ের বিয়ের ধুমধাম পরিবেশে বোনের আত্মহত্যা খুবই করুণ দৃশ্য তাই মনে করিয়ে দি্চ্ছে।
![]() |
| হরিষে বিষাদ... সরিষাবাড়িতে ভাইয়ের বিয়েতে যেতে না পেরে বোনের আত্মহত্যা |
ঘটনাটি ঘটেছে, জামালপুর জেলার সরিষাবাড়িতে। ভাইয়ের বিয়েতে যেতে না পেরে গলায় ফাঁসিতে এই আত্মহত্যার কাহিনী এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনাটি ঘটেছে ১৭ অক্টোবর দিবাগত রাত ১০টার দিকে।
মানষিক সমস্যার কারণে ৪০ বয়সী ডিভোসী আর্জিনা বেগম (৪০) চরসরিষাবাড়ি নয়াপাড়ার পিত্রালয়ে থাকতেন। তার কোন সন্তানাদি ছিল না। ঘটনার দিন ছিল ছোট ভাই আকবর আলীর বিয়ে। বরযাত্রী হিসেবে বাড়ির সবাই বিয়েতে গেলেও, আর্জিনাকে নেয়া হয়নি।
আরও পড়ুন:
ইউপি সদস্য জোরন আলীসহ স্থানীয়দের ধারণা এই ক্ষোভেই তিনি আত্মহত্যা করতে পারেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল হাসান রাশেদ বলেন, সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর লাশ মর্গে প্রেরণের চেষ্টা চলছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
সরিষাবাড়ি- নিয়ে আরও পড়ুন

জামালপুরে ফসলি জমির মাটি উত্তোলনের প্রতিবাদে মানবন্ধন

শোক সংবাদ: জামালপুরে সাংবাদিক জুলফিকুর রহমানের মৃত্যু

জামালপুরের যমুনা সার কারখানায় দেয়া হলো গ্যাস সংযোগ

জামালপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত, আহত ২



খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।