সেবা ডেস্ক: ছোটপর্দা-বড়পর্দা কম হলো না। এবার ভক্তদের হাতের মুঠোয় পর্যন্ত চলে আসছেন সানি লিওন। পকেট থেকে মোবাইল বের করলেই যেখানে-সেখানে দেখা যাবে তাকে। আর এই সুযোগ করে দিচ্ছেন সানি নিজেই!
ব্যাপারটা হল, সানি লিয়ন এবার বাজারে আনতে চলেছেন মোবাইল অ্যাপ। এই অ্যাপ দিয়েই যেখানে-সেখানে, যেভাবে খুশি সানিকে পাওয়া যাবে হাতের মুঠোয়।
কথাগুলো সানি নিজেই জানিয়েছেন, টুইটারে। শেয়ার করেছেন অ্যাপের ছবিও।
তা কী থাকবে এই সানির এই অ্যাপে? থাকবে সানি অভিনীত সব সিনেমা। আরও থাকবে সানির গান, তার ফটো গ্যালারি। এমনকি, ইচ্ছে করলে যখন খুশি সানির সঙ্গে চ্যাটও করা যাবে!
তবে এই অ্যাপের জন্য এখনও অপেক্ষা করতে হবে আরও পাঁচদিন। পাঁচদিন বাদেই গুগল প্লেস্টোরে আসবে সানি অ্যাপ!