সেবা ডেস্ক: অধস্তন আদালতের বিচারকদের চাকরি সংক্রান্ত শৃঙ্খলা বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আরো এক সপ্তাহের সময় দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই সময়ের মধ্যে এ সংক্রান্ত গেজেট জারি করে আদালতে দাখিল করতে হবে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৮ বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এর আগে গত ৭ নভেম্বর বিচারকদের চাকরি সংক্রান্ত বিধিমালা গেজেট জারি করে তা আজ আপিল বিভাগে দাখিল করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল। ওই সময়ে আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বলেছিল এটাই শেষ সময় আর কোনো সময় দেওয়া হবে না।
আজ মামলাটি পরবর্তী আদেশের জন্য কার্যতালিকায় আসে। সকালে অ্যার্টনি জেনারেল বিধিমালার গেজেট প্রকাশের জন্য এক সপ্তাহের সময় চেয়ে আবেদন দাখিল করেন। আদালত ওই সময় মঞ্জুর করেন।
