পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  বরগুনার আমতলী উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় এক আন্তঃজেলা ডাকাত সর্দার নিহত হয়েছে। নিহত আবদুল জব্বার (৪৫) উপজেলার কলাগাছিয়া গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, বুধবার রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া গ্রামে একাধিক মামলার আসামি জব্বারকে ধরতে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে জব্বার পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জব্বার মারা যান। এ সময় ঘটনাস্থলে পিস্তুল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
 
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top