৯রানে খুলনাকে হারালো রাজশাহী কিংস

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  আগেরদিন শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে হারানোর পর এবার শীর্ষে থাকা খুলনা টাইটান্সকে পরাজয়ের স্বাদ দিলো রাজশাহী কিংস। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক ড্যারেন স্যামির দুর্দান্ত ক্রিকেট নৈপুণ্যে ৯ রানে জিতলো রাজশাহী কিংস।
 
দলের হয়ে এদিন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দারুণ খেলেন স্যামি। ৭১ রানের পাশাপাশি একটি উইকেট পান এই ক্যারিবিয়ান তারকা। ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় খুলনা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই রান আউট হন ওপেনার হাসানুজ্জামান। পরের ওভারেই নতুন ব্যাটসম্যান শুভাগত হোমকে ফেরান নাজমুল হোসেন।
 
ওয়েসেলস ব্যক্তিগত ৩৬ রানে স্যামির বলে বোল্ড হন। খুলনার চতুর্থ উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। নিকোলাস পুরানকে ব্যক্তিগত ২৮ রানে ফেরান তিনি। ১২ বলে তিনটি ছক্কা ও একটি চারে নিজের ইনিংস সাজান পুরান। ১৫তম ওভারে অধিনায়ক মাহমুদুল্লাহকে হারিয়ে বিপাকে পড়ে খুলনা। ব্যক্তিগত ৩০ রান করা এ ব্যাটসম্যানকে বোল্ড করেন আবুল হাসান।
 
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক ড্যারেন স্যামির অপরাজিত ৭১ রানে উপর ভর করে ১৫৪ রান করে রাজশাহী।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top