শাবির ভর্তি পরীক্ষায় আটক দুইজন রিমান্ডে

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষ ডিভাইসের মাধ্যমে ভর্তি পরীক্ষা চলাকালে উত্তর সরবরাহের অভিযোগে আটক দুইজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। 
 
সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ ১ম আদালতের বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন। 
 
পুলিশ জানায়, গত শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির ঘটনায় আটক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও বগুড়ার ‘গুগল কোচিং সেন্টারের শিক্ষক ইশাদ ইমতিয়াজ হৃদয়ের তিনদিন ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির বিভাগের ২য় বর্ষ ১ম বর্ষের শিক্ষার্থী  আল আমিনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, তাদের  ৭ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালত হৃদয়ের তিনদিন ও আল আমিনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top