সেবা ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে আঞ্জু খাতুন (২৬) নামের এক গৃহবধু খুন হয়েছেন। ঘাতক স্বামীর নাম সান্টু মালিথা (৩০)। সে ওই গ্রামের মুন্তাজ মালিথার ছেলে। অন্যদিকে নিহত গৃহবধু আঞ্জু খাতুন উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা গোপালপুর গ্রামের মুক্তার মন্ডলের মেয়ে।
জানা যায়, গত রবিবার বিকালে পারিবারিক কলহের জেরে স্বামী সান্টু দুই সন্তানের জননী স্ত্রী আঞ্জ খাতুনকে উপর্যপুরী পিটিয়ে রক্তাত্ত আহত করে। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আঞ্জুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই আঞ্জু খাতুন মারা যান। এ ঘটনায় নিহতের ভাই তৌহিদুল ইসলাম বাদী হয়ে ঘাতক স্বামী ও শ্বাশুড়ীকে আসামী করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-৮, তাং ২৮/১১/২০১৬ ইং।
ইত্তেফাক